সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ও তত্বাবধয়ক সরকার পদ্বতির দাবিতে  মেহেরপুর জেলা বিএনপি‘র গণবিক্ষোভ ও সমাবেশ

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ও তত্বাবধয়ক সরকার পদ্বতির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি‘র গণবিক্ষোভ ও সমাবেশ

OLYMPUS DIGITAL CAMERA

 

 এম জাহিদঃ গতকাল বিকেল ৪টার সময় মেহরপুর সদর উপজেলার আমঝুপি বাজার পাড়ার মাঠে আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যেগে সরকারের দুঃশাসন ও গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরেপক্ষ তত্বাবধয়ক সরকার পদ্বতির দাবীতে মেহরপুর জেলা    বিএনপি‘র   গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গণ বিক্ষোভে আমঝুপি ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আব্দুস সামাদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে   উপস্থিত ছিলেন মেহেরপুর -০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা মসুদ অরুন। স্বাগতিক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সেচ্ছাসবক দলের আহবায়ক ফয়জুল কবির , অনুষ্ঠানে আরও বক্তব্য উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার, জেলা বিএনপি‘র সহ- সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জলা বিএনপি‘র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, আমঝুপি ইউপি সদস্য আলেক চাাঁদ, সদস্যা সেলিনা খাতুন,

মেহেরপুর সংবাদ