মেহেরপুরের বিভিন্ন সরকারী সম্পত্তি ভূয়া দলিলে বিভিন্ন জালিয়াত চক্রের নামে ভূয়া দলিল প্রস্তুত করে রেজিষ্ট্রি দেবার অপরাধ প্রমাণিত হওয়ায় সদর ও মুজিবনগর সাব-রেজিষ্ট্রি অফিসের ৫জন দলিল লেখকগণের দলিল লেখার সনদ বাতিল করেছে মহাপরিদর্শক নিবন্ধন, ঢাকা।
এ ব্যপারে জেলা রেজিষ্টার আব্বাস আলী জানান, দীর্ঘদিন যাবৎ মেহেরপুর সদর সাব- রেজিষ্ট্রি অফিসের আবু তৈয়ব, আনছার আলী ও আয়ূব আলী এবং মুজিবনগর সাব-রেজিষ্ট্রি অফিসের আফাজ উদ্দিন ও আঃ সালাম সরকারী সম্পত্তি বিভিন্ন প্রভাবশালী জালিয়াত চক্রের নামে অর্ন্তভুক্ত করে ভূয়া দলিলের মাধ্যমে রেজিষ্ট্রি করে আসছিল। এই ঘটনা জানাজানি হলে জেলা রেজিষ্টার কার্যালয় তদন্ত শেষে দলিল লেখকগণের বিরুদ্ধে প্রজ্ঞাপন নং-রেজিঃ ১/৭২/২৫৭/আর.এল/১৩ নভেম্বর ১৯৭৩ ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন কর্তৃক তৈরীকৃত যাহা ১৯০৮ সালের রেজিষ্ট্রি করণ আইনের ৮০ (জি) ধারাধীন সরকারী কর্তৃক অনুমোদিত বিধি-৯ এর ক্ষমতা বলে উক্ত ০৫ (পাঁচ) জনের সনদ বাতিলের আদেশ প্রদান করেন মহাপরিদর্শন নিবন্ধন, ঢাকা, স্মারক নং-নিপ/নিয়োগ/রেজিঃ শাখা-১/১৭৩৫৩ তাং-১৩/১১/২০১৩। তিনি আরো জানান উক্ত দলিল লেখকগণের সাব-রেজিঃ অফিস আঙ্গীনায় প্রবেশ নিষিদ্ধ এবং দলিল লেখার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।