সরকারী সম্পত্তি ভূয়া দলিলে রেজিষ্ট্রি করায় ৫জন দলিল লেখককে বরখাস্ত। মামলা না করায় পার পেয়ে যাচ্ছে অনেকে।

সরকারী সম্পত্তি ভূয়া দলিলে রেজিষ্ট্রি করায় ৫জন দলিল লেখককে বরখাস্ত। মামলা না করায় পার পেয়ে যাচ্ছে অনেকে।

imagesমেহেরপুরের বিভিন্ন সরকারী সম্পত্তি ভূয়া দলিলে বিভিন্ন জালিয়াত চক্রের নামে ভূয়া দলিল প্রস্তুত করে রেজিষ্ট্রি দেবার অপরাধ প্রমাণিত হওয়ায় সদর ও মুজিবনগর সাব-রেজিষ্ট্রি অফিসের ৫জন দলিল লেখকগণের দলিল লেখার সনদ বাতিল করেছে মহাপরিদর্শক নিবন্ধন, ঢাকা।
এ ব্যপারে জেলা রেজিষ্টার আব্বাস আলী জানান, দীর্ঘদিন যাবৎ মেহেরপুর সদর সাব- রেজিষ্ট্রি অফিসের আবু তৈয়ব, আনছার আলী ও আয়ূব আলী এবং মুজিবনগর সাব-রেজিষ্ট্রি অফিসের আফাজ উদ্দিন ও আঃ সালাম সরকারী সম্পত্তি বিভিন্ন প্রভাবশালী জালিয়াত চক্রের নামে অর্ন্তভুক্ত করে ভূয়া দলিলের মাধ্যমে রেজিষ্ট্রি করে আসছিল। এই ঘটনা জানাজানি হলে জেলা রেজিষ্টার কার্যালয় তদন্ত শেষে দলিল লেখকগণের বিরুদ্ধে প্রজ্ঞাপন নং-রেজিঃ ১/৭২/২৫৭/আর.এল/১৩ নভেম্বর ১৯৭৩ ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন কর্তৃক তৈরীকৃত যাহা ১৯০৮ সালের রেজিষ্ট্রি করণ আইনের ৮০ (জি) ধারাধীন সরকারী কর্তৃক অনুমোদিত বিধি-৯ এর ক্ষমতা বলে উক্ত ০৫ (পাঁচ) জনের সনদ বাতিলের আদেশ প্রদান করেন মহাপরিদর্শন নিবন্ধন, ঢাকা, স্মারক নং-নিপ/নিয়োগ/রেজিঃ শাখা-১/১৭৩৫৩ তাং-১৩/১১/২০১৩। তিনি আরো জানান উক্ত দলিল লেখকগণের সাব-রেজিঃ অফিস আঙ্গীনায় প্রবেশ নিষিদ্ধ এবং দলিল লেখার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সংবাদ