সবুজ সীমান্ত গড়তে মেহেরপুর সীমান্তে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সবুজ সীমান্ত গড়তে মেহেরপুর সীমান্তে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

map-2সবুজ বেষ্টনী গড়ে তুলতে মেহেরপুরের বাজিতপুর সীমান্ত বিওপিতে গাছের চারা রোপণ করে সবুজ সীমান্ত, বৃক্ষ রোপণ অভিযান-২০১৩ এর উদ্বোধন করেছেন ৩২ বিজির অধিনায়ক লে. কর্ণেল কাজী আরমান হোসেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৩২ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, বুড়িপোতা বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার ইউনুস আলী, বাজিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শাহাজান। এর আগে বিওপির সামনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে নিয়ে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে মেহেরপুর সীমান্তের ১৫ টি বিওপি ও বিওপির আশপাশে ১শ টি করে মোট ১হাজার ৫শ চারা রোপণ করা হবে।
মেহেরপুর সংবাদ