বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলনকারিদের আহবান জানান যে আদালতের রায় মেনে নিয়ে আন্দোলন থেকে সরে আসতে।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহবান জানান।
তিনি আরও বলেন হাইকোর্ট তো বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু নিশ্চয়ই ভাববে না। হাইকোর্টে যারা রায় দিয়েছেন তারা তো সবদিক ভেবেই দিয়েছেন। যেখানে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে,সেখানে কোর্টের আদেশ যেটা সেটা তো মানতে হবে।আমি আশা করি,আন্দোলনকারীরা আদালতের আদেশ মেনে নিয়ে আন্দোলন থেকে বিরত থাকবেন।