সন্ত্রাসী মিল্টনের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পেয়েছে বিজিবি

সন্ত্রাসী মিল্টনের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পেয়েছে বিজিবি

                                                  নয়ন আমাদের মেড়েরপুর ডট কম

miltonবুধবার দুপুরে সন্ত্রাসী মিল্টনের লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গাংনী উপজেলার কাজীপুর বিজিবি ক্যাম্প ও ভারতীয় বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬/৬ এস এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে নিহত সন্ত্রাসী মিল্টনের লাশ ফেরত দিয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আজিজ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ এর ফুলবাড়ী ক্যাম্পের ইন্সপেক্টর গাওরাসিয়া। এ সময় গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের হাতে নিহত মিল্টনের লাশ সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য হস্তান্তর করে বিজিবি। উল্লেখ্য, কাজীপুর গ্রামের বাগু মন্ডলের ছেলে মিল্টন একাধিক হত্যা সহ বিভিন্ন মামলার আসামী থাকায় পুলিশের হাত থেকে পালিয়ে ভারতে অবস্থান করছিল। মিল্টনকে সোমবার রাতে ভারতের নদীয়া জেলার কুচিডাঙ্গা ফুনকোতলা সবজীপাড়া গ্রামে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে।

মেহেরপুর সংবাদ