আমঝুপিতে শোক দিবসে জাতীয় পতাকা  অর্ধনমিত রাখেনি বেসরকারী সংস্থা মউকের দুটি প্রতিষ্ঠান

আমঝুপিতে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি বেসরকারী সংস্থা মউকের দুটি প্রতিষ্ঠান

58জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও তা মানেনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা মানবউন্নয়ন কেন্দ্র এর প্রধান অফিস ও তাদের পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আমঝুপি তৃণমূল একাডেমী। এলকার সচেতন নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় যে প্রতিষ্ঠানে ফ্লাগ স্ট্যান্ডে  ধেখা যায়নি অর্ধনিমিত জাতীয় পতাকা । এ নিয়ে এলাকার বিশিষ্ঠজন ও সুধিসমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা ধেয়। এ বিষয়ে কেন্দ্রীয় বঙগবন্ধু পরিষদের যুবও ক্রিড়া বিষয়ক সাবেক সম্পাদক সেলিম রেজা জুয়েল বলেন জাতীয় শোকে দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্থনিমিত না রাখা রাষ্ট্রদ্রোহিতার সামিল  তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা উচিত। থানা60 আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফাজ হোসন বলেন এটি অন্যায় কাজ, শোক দিবসকে অবমানান করা হয়। সচেত নাগরিক ও শিক্ষক আব্দুল্লা আল মাুমন(মিল্টন) বলেন পতাকা না তোলা  জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানের প্রতি অসম্মান দেখানো তাই এর নিন্দা ও শাস্তি দাবি করছি আমি মনে করি তারা ইচ্ছাকৃত ভাবে এ কাজটি করেছে। এ বিষয়ে তৃণমূল একাডেমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানে পতাকা না তোলায় আমি আন্তরিখ ভাবে দুঃখিত। আমি অসুস্থ থাকায় এ বিষয়ে খোঁজ নিতে পারেনি। মানব উন্নয়ন কেন্দ্র মউক‘র নির্বাহি পরিচালক আসাদুজ্জামান সেলিমের  সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মেহেরপুর সংবাদ