শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে অভিহিত করেন। admin December 23, 2012December 23, 2012 আমাদের মেহেরপুর ডট কম ঃ দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো যৌথ বিবৃতিতে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই পক্ষ একমত হয়েছে। পাশাপাশি মানব, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তথ্য বিনিময়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।(বর্তমানে ১০০ কোটি ডলারদ্বিপক্ষীয় বাণিজ্যে হয়েছে। বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের নেতারা। কৃষি, নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ বাংলাদেশের বেশ কয়েকটি খাতে বিনিয়োগের যথেষ্ট আগ্রহ রয়েছে থাইল্যান্ডের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।প্রেস সচিব জানান, সকালে আনুষ্ঠানিক বৈঠকের শুরুতে শেখ হাসিনা বিজয়ের মাসে বাংলাদেশ সফরের জন্য ইংলাক সিনাওয়াত্রাকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ