শিশু পরাগ মণ্ডল অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের মেহেরপুর ডট কম.

পরাগ মণ্ডল অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শুক্রবার গভীর রাতে টঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বলেন, আমির ১৬ নভেম্বর থেকে টঙ্গীর মুদাফা এলাকার তিলারগাতি সিংবাড়ি রোডে সৌদিপ্রবাসী মো. মনিরের বাসায় ভাড়া আছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়। আমিরের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। বাসার দরজা খুলতে বললেও খোলেননি আমির। পরে এলাকাবাসীর সহায়তায় দরজা ভাঙতে গেলে ভোররাত সাড়ে চারটার দিকে আমির দরজা খুলেই পুলিশকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়েন।পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে আমির মাথার বাম দিকে কানের কাছে ও বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. শাহিন শেখের নেতৃত্বে আহত আমিরকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুননাহার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আজ শনিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, আমিরের কাছ থেকে দুটি পিস্তল ও ৮৫টি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমিরের স্ত্রী বিউটিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ