ফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম ঃ ১ লা এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষা হলেও এখন পর্যন্ত প্রবেশ পত্র পাইনি মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের জান্নাতুন ফেরদৌস নামের এক কলেজ ছাত্রী। শিক্ষকের গাফিলতির কারনে ভেস্তে যেতে বসেছে তার উজ্জল ভবিষ্যতের স্বপ্ন। জান্নাতুন ফেরদৌসের স্বামী নুর আহমেদ,জানান,গাংনী মহিলা ডিগ্রি কলেজে ২২/১২/১২ তারিখে ৬৩১০ নং ভাউচারের মাধ্যম ১২শত টাকা দিয়ে এইচএসসি পরিক্ষার ফরম পূরন করার পরও প্রবেশ পত্র আসেনি। তিনি আরো জানান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ রমজান আলীর সাথে পারিবারিক কল্হ থাকায় জান্নাতুন ফেরদৌসের প্রবেশ পত্র পাওয়া যাইনি। প্রভাষক মোঃ রমজান আলী ইতিপূর্বে জান্নাতুন ফেরদৌসের ভবিষ্যত নিয়ে হুমকি দিয়ে ছিলেন। এ ব্যাপারে প্রভাষক রমজান আলী জানান,তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা ও জান্নাতুন ফেরদৌসের প্রবেশ পত্র আনার চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, কোন শিক্ষকের গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। মহিলা ডিগ্রী কলেজ সুত্র জানান,এবার ৩৬৮ জন এইচএসসি পরিক্ষার্থী রয়েছে এর মধ্যে ৩৬৭ জনের প্রবেশ পত্র এসেছে। এদিকে যশোর শিক্ষা বোর্ডের সকল কাজ বাংলা বিভাগের প্রভাষক মোঃ রমজান আলী করে থাকেন বলে কয়েকজন শিক্ষক জানিয়েছেন। বিষয় টি শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করেছে জান্নাতুন ফেরদৌসের পরিবার।