লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন -বিরোধী জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন -বিরোধী জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

23505_kh3বিরোধী জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন।আজ বিকাল ৪টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে সশরীরে হাজির হন।ঢাকার বিভাগীয় পাসপোর্ট পরিচালক মুন্সি মুহিত ইকবাল তার আবেদন গ্রহণ করেন। এসময় তিনি ফরম জমা, আঙ্গুলের ছাপ ও ওয়েব ক্যামেরায় ছবি তোলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন। যেহেতু এখন তিনি এমপি কিংবা রাষ্ট্রীয় কোন পদে নেই তাই লাল পাসপোর্ট জমা দিতে সশরীরে তিনি পাসপোর্ট অফিসে এসেছিলেন। এদিকে দলের চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে জড়ো হন। তারা মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা,স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌ    ধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ