লালমনিরহাটে অবরোধকারীদের উপর ফাঁকা  গুলি করলেন– জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা

লালমনিরহাটে অবরোধকারীদের উপর ফাঁকা গুলি করলেন– জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা

লালমনিরহাট-১ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন পত্র জমা   দেওয়ার পর ফেরার পথে  অবরোধকারীদের উপর ফাঁকা  গুলি করলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা ।  এ সময় বিশৃঙ্খলায় ১২জন অবরোধকারী আহত হয়।                                                                                                                      বিকাল সাড়ে ৫টায় রংপুরে ফেরার পথে মহেন্দ্রনগরে তাকে  শতশত অবোরধকারী গাছের গুড়ি দিয়ে পথ রোধ করে। জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা এ সময় তার নিজ পিস্তলের ১৭ রাউন্ড গুলি ছোড়েন রাঙ্গার সহযোগীরাও কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে  বলে জানা গেছে ।

1285_ranga

 জাতীয় পার্টির সূত্রে জানাগেছে- লালমনিরহাট-১ আসনের এরশাদের পক্ষে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করে মগেন্দ্রনগর এলাকায় গেলে বিএনপিসহ ১৮ দলীয় নেতা-কর্মীরা তার উপর হামলা চালায়। ফাকা গুলি ছোড়ায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের  জানান,  এরশাদের মনোনয়ন পত্র জমা দিয়ে যাওয়ার সময় রাস্তায় গাছ ফেলে ডাকাতরা আমার উপর হামলা করে। আমি আত্মরক্ষায় ১৭ রাউ- ফাঁকা গুলি ছুড়ি। তবে কেউ আহত হয়েছে কিনা তা জানি না।
  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, এর বিচার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।লালমনিরহাট পুলিশ সুপার মো. হাবিবুর রহমান  জানান,  আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়েন বলে শুনেছি।
বাংলাদেশ