স্টাফ রিপোর্টার
রোগীর শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অপরাধে মেহেরপুরের দারুস সালাম ক্লীনিকের ডাক্তার ও ব্যবস্থাপক ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ঐ ক্লিনীকের অভিযুক্ত নার্স পলাতক পলাতক রয়েছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এনডিসি আমিনুল ইসলাম এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ছনোয়ারা খাতুন (৬০) পেটের পিড়ায় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকে ভর্তি হয়। আজ সকাল ৬ টার দিকে ঐ ক্লিনিকের নার্স ফেরদৌসি আক্তার জোসনা তার গায়ে অপসো কম্পানির মেয়াদ উত্তীর্ণ ডিএনএস স্যালাইন পুস করেন। আধা ঘন্টা পরে রুগীর স্বজনরা তা দেখতে পেয়ে ক্লিনীকের ডাক্তারকে খবর দেয়। পরে তারা বিষয়টি পুলিশে জানায়। মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে ব্যবস্থাপক মাহাবুবুল হাসান শিমুলকে আটক করে। সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ ৩৭ টি ডিএনএস স্যালাইন, সেফা-৪ এন্টিবায়োটিক ইনঞ্জেকশন ও ২ ফাইল আলজিরেক্স ট্যাবলেট উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫১) ও (৫২) ধারায় ঐ ক্লিনিকের মালিক ডাঃ আব্দুস সালামকে ২০ হাজার ও ব্যবস্থাপক মাহাবুবুলহাসান শিমুলকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় ঐ ক্লিনিকের অভিযুক্ত নার্স ফেরদৌসি আক্তার জোসনা পলাতক রয়েছে। তবে রোগী ছনোয়ারা খাতুন (৬০) সুস্থ্য রয়েছেন।