রাষ্ট্রীয় শোককে উপেক্ষা করে ঝুমুর ঝুমুর নৃত্য চলছে মেহেরপুরে ॥ বন্ধ করার উদ্যোগ নেই ॥ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ

রাষ্ট্রীয় শোককে উপেক্ষা করে ঝুমুর ঝুমুর নৃত্য চলছে মেহেরপুরে ॥ বন্ধ করার উদ্যোগ নেই ॥ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ

meherpur-2নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ গত ২০ মার্চ রাত থেকে ২৯ মার্চ রাত পর্যন্ত সদর উপজেলার রাজাপুর গ্রামে একদল প্রভাবশালী রাজনৈতিকদের উদ্যোগে ১০ দিনব্যাপি অশ্লীল নাচ গান সার্কাস ও লটারির জুয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে গত বুধবার বিকালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করে। বুধবার রাতেই জেলা প্রশাসন জেলা বাসীকে রাষ্ট্রীয় শোক পালনের জন্য আহবান জানান। এই প্রচারে পরেও আশ্লীল সার্কাস নাচ গান বন্ধ হয়নি এবং বৃস্পতিবার বীরদর্পে মাইকিং করে অশ্লীল নাচ ও সার্কাস দেখবার জন্য জেলা বাসীর দৃষ্টি আকর্ষন করে। এঘটনায় রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ ব্যাপক ক্ষোভ জানিয়েছেন এবং শোকের সময়ে আশ্লীল নাচ গান ও সার্কাস বন্ধের দাবী জানিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন সাংবাদিকদের জানান, এখনই এর ব্যবস্থা নেয়া হচ্ছে।

মেহেরপুর সংবাদ