রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নয়।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। নাগরিকদের অধিকার রক্ষা করতেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে চান তিনি।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় এসব কথা বলেন ম খা আলমগীর। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। খবর ইউএনবির।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, যদি কোনো ব্যক্তি বা দল দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধী ও তাদের উসকানিদাতাদের প্রশ্রয় দেওয়া হবে না। মৌলবাদ ও জঙ্গিবাদ দমন করার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ