যুদ্ধপরাধীদের ফাঁসীর জন্য আমাদের সর্বাত্মক সংগ্রাম চালিযে যেতে হবে—  জয়নাল আবেদীন এম পি।

যুদ্ধপরাধীদের ফাঁসীর জন্য আমাদের সর্বাত্মক সংগ্রাম চালিযে যেতে হবে— জয়নাল আবেদীন এম পি।

OLYMPUS DIGITAL CAMERAঅমাদের মেহেরপুর ডট কমঃ আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে উজ্জেবীত হয়ে অমাদের এই সোনার বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে, কাদের মোল্লা সহ সকল যুদ্ধপরাধীদের ফাসী ও জামাত শিবিরের ধ্বাংসত্মক রাজনীতি বন্ধের দাবিতে আমাদের সর্বাত্মকOLYMPUS DIGITAL CAMERA সংগ্রাম চালিয়ে যেতে হবে। হাজার হাজার স্কুল ছাত্র ছাত্রী  আওয়ামীলীগ নেতা কর্মী মেহেরপুর জেলাবাসীর উদ্দেশ্যে এ আহব্বান জানিয়েছেন মেহেরপুর -০১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন এম পি। তিনি আজ সকল ৮টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রভাত র‌্যালী ও শহীদ মিনারে পুষ্প্যমাল্য প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। সংসদ সদস্য আরোও বলেন , একটা মানুষ হত্যা করলে যদি OLYMPUS DIGITAL CAMERAশাস্তি মৃত্যদণ্ড হয় তাহলে ৩০০‘শর বেশি লোক হত্যাকারী কাদের মোল্লার সাজা কেন যাবজ্জীবন হবে। আমরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি ফাঁসী চাই।   যুদ্ধপরাধীদের ফাঁসীর দাবিতে ঢাকার শাহাবাগ চত্তরে গণজোয়ার নেমেছে। আসুন আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। এসময় আরও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বোরহানউদ্দিন (চুন্নূ) সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বঙ্গবন্ধ সাংস্কৃতিক পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা জুয়েল সহ আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মী ও  স্কুলের হাজার হাজার  ছাত্র-ছাত্রী । সংক্ষিপ্ত সমাবাশের আগে আমঝুপি বাজার থেকে সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে ৪ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যেমিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার অসংখ্য ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীদের নিয়ে শহীদ দিবসের একটি বিশাল শোক র‌্যালী বের হয়। শোক র‌্যালীটি প্রধান সড়ক দক্ষিণ করে আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে  শেষ হয়। র‌্যালী শেষে মাননীয় সংসদ সদস্য আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প্যমাল্য অর্পন করেন।
 
মেহেরপুর সংবাদ