ফারুক আহমেদ আমাদের মেহেরপুর ডট কম ঃ গাংনীর পল্লিতে আওয়ামীলীগের দু গ্রপের মধ্যে এক সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সুজন(২০) নামের একজন কে গুরতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনীর কুমারীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন কে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে বলে পুলিশ জানিয়েছে। এসময় ওই স্কুলের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। কুমারীডাঙ্গা গ্রামের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম জানান,মঙ্গলবার সকাল ১০ টার দিকে কুমারীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন উপলক্ষে একটি জরুরী সভা ডাকা হয়। সভায় তার সমর্থকদের বৈঠকে যেতে বাধা দেয় বর্তমান স্কুল কমিটির সভাপতি মহিবুল ইসলাম সহ তার সঙ্গীরা। বাধা উপেক্ষা করে তারা যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এসময় ৫ জন আহত হয়। এদের মধ্যে দেশীয় অস্ত্রের আঘাতে আহত একই গ্রামের মৃত সরূপ মিয়ার ছেলে সুজনের অবস্থা গুরতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান,বাড়ি ভাংচুরের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। এব্যাপারে সভাপতি মহিবুল ইসলামের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নী।