আমাদের মেহরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী কৃষক শরিফুল ইসলামকে (২৮) ভারতীয় পুলিশে সোপর্দ করেছে বিএসএফ। শনিবার সকাল দশটার দিকে ধলা সীমান্তের ১৩৭ নং মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে এ তথ্য জানিয়েছে বিএসএফ।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম ও বিএসএফ’র পক্ষে নদীয়া জেলার মরুটিয়া থানার দিঘলকান্দি বিওপি’র কোম্পানি কমান্ডার সঞ্জিব রয় নেতৃত্ব দেন। সঞ্জিব রয় বিজিবিকে জানিয়েছেন আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করায় তাকে ভারতীয় আইন অনুযায়ী আটক করে মামলাসহ থানায় সোপার্দ করা হয়েছে। এখন আইন মোকাবেলা করেই তাকে মুক্ত হয়ে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম। শুক্রবার বিকেলে সীমান্তে ঘাস কাটার সময় টেইপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধলা গ্রামের নামাজ আলীর ছেলে কৃষক শরিফুল ইসলামকে ধরে নিয়ে যায়।