আমাদের মেহেরপুর ডট কম : মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে বিভিন্ন প্রকার ভারতীয় যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে চোরাকারবারীদের কাউকেই আটক করতে পারেনি বিজিবি।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাজাহান আলী জানান, শুক্রবার ভোরে চোরাকারবারীরা বাজিতপুর সীমান্তের ১১৭/৪এস নং মেইন পিলারের পাশ দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে যৌন উত্তেজক ট্যাবলেট ক্যাপসুল ও ইঞ্জেকশন সহ মোট ১৪ প্রকার ভারতীয় ঔষধ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে এমন সঙবাদের ভিত্তিতে টহলরত বিজিবি তাদের দেখে তাড়া করলে তারা ঔষধগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঔষধ গুলো উদ্ধার করে বাজিতপুর ক্যাম্পে
নিয়ে আসে। বিজিবি জানায় উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।