মেহেরপুর সহ ৪ জেলায় ছাত্র শিবিরের ডাকা অর্ধদিবস হরতাল– মেহেরপুরে  চলছে

মেহেরপুর সহ ৪ জেলায় ছাত্র শিবিরের ডাকা অর্ধদিবস হরতাল– মেহেরপুরে চলছে

hortal-1চয়াডাঙ্গার দর্শনায় পুলিশের গুলিতে নিহত শিবিরের সাথী চুয়াডাঙ্গা সরকারী কলেজের অর্নাসের অর্থনিতী বিভাগের দি¦তীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে  শিবিরের ডাকা অর্ধ দিবস হরতাল মেহেরপুর,কুষ্টিয়া, চুয়াডঙ্গা, ঝিনাদাহ  জেলায় শুরু হয়েছে। মেহেরপুরে হরতালের শুরুতেই চুয়াডাঙ্গা – মেহেরপুর সড়কে দিনদত্ত ব্রিজ, রাজনগর, মসুরি ভাজা ও মদনাডাঙ্গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিবির কর্মীরা । সকাল ৬টার দিকে  রাজনগরে মেহেরপুর সদরhortal-3jpg উপজেলার  ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিমের ও ইমারানের  নেতৃত্বে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিবির কর্মীরা। এদিকে  দিনদত্ত ব্রিজেরর নিকটে শিবির নেতা আবু সাঈদ‘র নেতৃত্বে সড়কে শিবিরের নেতা কর্মীরা অবস্থান  নেয়। সেখানে তারা সড়ক অবোরধ করে টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনা স্থলে পৌঁছানোর আগেই শিবির কর্মীরা স্থান ত্যাগ করে। পরে পুলিশ আগুন নিভিয়ে সড়ক পরিষ্কার করে। অপরদিকে একই সময়ে মেহেরপুর – কুষ্টিয়া সড়কে  মদনাডঙ্গা বাজারে মেহেরপুর ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী সাকিল আহম্মেদ সাব্বিরের ও গাংনী থানা সভাপতি রাসেল আহম্মেদ মল্লিক‘র নেতৃত্বে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবোরধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্র শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে হরতালে ছোট ছোট যানবহন -নছিমন, করিমন, অটো রিক্স্রা অল্প পরিমাণে চলাচল করলেও মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে দূরপাল্লা ও আন্তজেলা রুটে কোন যানবহন ছেড়ে যায়নি। হরতালকে ঘিরে  মেহেরপুর প্রশাসন  জেলার বিভিন্ন পয়ন্টে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন  করেছে।
মেহেরপুর সংবাদ