নিজস্ব সংবাদদাতা ,আমাদের মেহেরপুর ডট কমঃ
সারা দেশের ২৬ হাজার রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করায় ১ লক্ষ ৪ হাজার শিক্ষকের চাকুরী জতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরের সদর উপজেলা বেসরকারী প্রাথমিক শিক্ষকদের রবিবার দুপুরে আনন্দ সমাবেশের মাধ্যমে বরণ করলেন সদর উপজেলা সরকারী শিক্সক নেতৃবৃন্দ ও উপজেল শিক্ষা অফিসার । গত ৯ ই জানুয়ারী সারা দেশের ২৬ হাজার রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করায় ১ লক্ষ ৪ হাজার শিক্ষকের চাকুরী জতীয়করণ হয় । এ উপলক্ষে আনন্দে সমাবেশ সদর উপজেলা অডিটরিয়ামে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথসিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান । সদর উপজেলা অডিটরিয়াম এ আনন্দ সমাবেশে উপজেলার সকল বেসরকারী শিক্ষকদের মিষ্টি মুখ করেও রজণী গন্ধার ফুল দিয়ে বরণ করেন বে সরকারী শিক্ষক সমিতির নেতা কমরউদ্দিন,কিতাব আলী ,নুরুল গণি ,ইকবাল হোসেন ,রফিকুল ইসণাম ,সহিদুল ইসলাম ,মকলেচুর রহমান,সোহরাব হোসেন সহ সকল প্রধান শিক্ষক কে । সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আলেচনায় অংশগ্রহণ করেন শিক্ষক নেতৃবৃন্দ।