মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গাড়াডোব সড়ক উদ্বোধন উপলক্ষে আমঝুপিতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকালে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল,ইউপি সদস্য আকতার হোসেন সহ আমঝুপি ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।