নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ মঙ্গলবার ভোরে বার্তা সংস্থা আমাদের মেহেরপুর ডট কমের মেহেরপুর প্রতিনিধি নয়ন এর বাড়ীতে চোরের দল প্রবেশ করে মোবাইল, নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এছাড়াও মেহেরপুরের বিভিন্ন জায়গা থেকে সংঘবদ্ধ চোরের দল হানা দিয়ে মোবাইল, সোনার গহনা, নগদ টাকা লুটে নিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে একাধিক গৃহকর্তারা জানান, প্রায় প্রতিদিনই শহরের কোন না কোন বাড়ীতে এইসব মোবাইল চোরদের আবির্ভাব ঘটেছে এবং সদর উপজেলার রাজাপুর গ্রামে জুয়া, হাউজি ও সার্কাসের নামে অশ্লীল নৃত্যের মেলা বসায় হঠাৎ করে শহরে মোটর সাইকেল চুরি সহ বাড়ী ঘরে চুরি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও জেল হাজতে থাকা চিহ্নিত এসব চোরের দল সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও শহরকে অস্থির করে তুলেছে। প্রশাসন নিশ্চুপ থাকায় এদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না বলে ভূক্তভোগীরা জানিয়েছে।