বেশ কিছুদিন যাবৎ মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সামনের রাস্তাগুলিতে ভোরবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত বখাটে ইভটিজারদের দখলে থাকে। এ সময়গুলোতে স্কুল-কলেজগামী মেয়েরা চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাওয়া আসা করে। শিক্ষার্থীরা জানান, শহরের নিমতলা মোড়, স্টেডিয়াম মোড়, শহীদ হামিদ চত্বর মোড়, সাউদিয়া টাওয়ারের সামনে, কামাল প্রিন্টিং প্রেসের সামনে, প্রেসক্লাবের সামনে, পার্কের সামনে ও মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে বখাটেরা মেয়েদের নানা রকম বাক্যসহ অঙ্গভঙ্গি করে বিরক্ত করে আসছে। এছাড়াও মোটর সাইকেল চড়ে পাশ দিয়ে যাবার সময় নানা রকম অশ্লীল বক্তব্য দিয়ে বিরক্ত করছে। শিক্ষার্থীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।