মেহেরপুর সদর উপজেলার রাজনগরের মসুরি ভাজা থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অস্ত্রধারী অপহরণ চক্র। ঘটানাটি বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে । ভোক্তভোগী সুত্রে জানা গেছে, সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের খোকন মল্লিকের ছেলে রিয়েল (২১) আমঝুপিতে ব্যক্তিগত কাজ সেরে রাত ৮ টার দিকে করিমন যোগে নিজ বাড়ি বলিয়ারপুরে ফিরছিলেন পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগরের মসুরিভাজা নামক স্থানে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী অপহরনকারী দল তাকে অপহরণ করে মারধর করে ও তার কাছে থেকে নগদ ১৭০০ টাকা ও একটি মোবাইল সেট কড়ে নেয় । পরে অপহৃত পরিবারের মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারী দল। অবশেষে বিকাশের মাধ্যেমে ৩০০০টাকা মুক্তিপণ নিয়ে অপহৃতকে ছেড়ে দেয়।