মেহেরপুর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা ঃ রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক শহরের গুড় আড়ৎ পট্টিতে ভ্রাম্যমান আদালত নোংরা পরিবেশ থাকার কারণে দুই ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামুনুর রশীদ জানান, গুড় পট্টির নোংরা পরিবেশ ও গুড়ের টিনে মাছি, ধুলাবালি সহ অন্যান্য ময়লা পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে।

মেহেরপুর সংবাদ