রবিবার মেহেরপুর বড়বাজারে পঁচা মাছ বিক্রিয়ের সময় মাছের মালিক গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল মজিদ ও হালদার মৎস আড়তে মালিক ভক্তহালদারকে আটক করে মেহেরপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম । জানাযায়, গতকাল সকালে মাছব্যবসায়ী মজিদ ৩ মণ পঁচা পাঙ্গাস মাছ আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পঁচা মাছ বিক্রির খবর মেহেরপুর পৌর সভার-মেয়র মোঃ মোতাছিম বিল্লাহ মতু জানতে পেয়ে সেনেটারী ইন্সপেক্টর মনিরুল ইসলামকে ঘটানাস্থলে পাঠালে মাছ বিক্রির সময় হাতে নাতে মাছ ব্যবসায়ী ও আড়তদারকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং পঁচা মাছগুলি বিনষ্ট করা হয়।