সকাল ১০ টায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ২৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত –হল সমিতির নিজস্ব কায্যালয়ে ।মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আকরামূল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এ্যাডভকেট মিয়াজান আলী বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা ,এলাকা পরিচালক ও সমিতির সহসভাপতি রেজাউল করিম ,সচিব ও পরিচালক হায়দার আলী ,কোষাধক্ষ্য আহসানুল হক ,এলাকা পরিচালক এসএম আবদুল্লাহ, খাজা ময়নদ্দিন,জিন্নাত হোসেন , তহিদুর রহমান, আবুল কালাম আজাদ,মহিলা পরিচালক ফরিদা ইয়াসমিন ,আফসারুননাহার ,শাহানারা পারভিন ।এ অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জি এম হাসান শাহনেওয়াজ তিনি সমিতির ১ লাখ ৫১ হাজার গ্রাহক বিদ্যুত সেবা নিয়ে থাকেন বলে জানান । গত অর্থ বছরে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি ৫২কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকার বিদ্যুত বিক্রি ও ৩৮ কোটি ২৯ লাখ ২৭ হাজার টাকার বিদ্যুত ক্রয় করেছে ।রক্ষনাবেক্ষন ও পরিচালন ও বিক্রয় জনিত মোট খরচ হয়েছে ৩৬ কোটি ২৫লাখ ৭৯ হাজার টাকা ।অপরিচালন ঘাটতি ৭ কোটি ৬৭ রাখ ৮৮হাজার ৪২৮ টাকা ।গ্রাহক সেবা সহজ করার জন্য সমিতির নিকট দাবী রাখেন গাহকেরা ।বার্ষিক আয় ওব্যায়ের হিসাব তুলে ধরেন আহসানুল হক ।অনুষ্ঠান পরিচালনা করেন শাহিনউল করিস ও শাহানুর বেগম ।অনুষ্ঠানের শুরুতেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ।চুয়াডাঙ্গা তেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করে।