মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আমঝুপি উপ- শাখা‘র ত্রিবার্ষিকী নির্বাচন সম্পন্ন- সভাপতি —-মঙ্গল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক—- ছামছারুল ইসলাম

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আমঝুপি উপ- শাখা‘র ত্রিবার্ষিকী নির্বাচন সম্পন্ন- সভাপতি —-মঙ্গল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক—- ছামছারুল ইসলাম

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আমঝুপি উপ শাখা এর ত্রিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে মঙ্গল কুমার বিশ্বাস সভাপতি এবং ছামছারুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদর উপজেলার আমঝুপি উপ-শাখা অফিসে এ নির্বাচন অনষ্ঠিত হয় । বিকাল সাড়ে ৪ টার থেকে নিরবছিন্নভাবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র প্রতিদ্বন্দীতা পূর্ণ এ নির্বাচনে সভাপতি পদেOLYMPUS DIGITAL CAMERA মঙ্গল কুমার বিশ্বাস(চেয়ার)পেয়েছেন ৮৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী আবদুল্লা কালু পেয়েছেন ৭৪ ভোট, সাধারন সম্পাদক পদে- ছামছারুল ইসলাম (দেওয়াল ঘড়ি)পেয়েছেন ৮৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিল উদ্দিন পেয়েছেন ৬৪ ভোট, সহ-সভাপতি পদে স্বপন ড্রাইভার ( গরুর গাড়ি) ৮১ পেয়েছেন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মনিরুল ইসলাম মনি (সিংহ) পেয়েছেন ৬৩ ভোট , সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজা (মোরগ) পেয়েছেন ৮০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী হযরত আলী ড্রাইবার পেয়েছেন ৬৪ ভোট , সাংগঠনিক পদে মোঃ আশরাফুল খাঁন (সেলাই রেঞ্জ), পেযেছেন ৮২ বোট তার নিকটতম প্রতিদ্বন্দী দেলু ড্রাইভার পেয়েছেন ৭২ ভোট, কোষাধক্ষ পদে মোঃ আজিজুল (কাপ পিরিচ ) পেয়েছেন ৮৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলুল ইসলাম পেয়েছেন ৫৯ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ নাজিরুল ড্রাইভার (হরিণ মার্কা)পেয়েছেন ৭৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী ইয়ারল ইসলাম পেয়েছেন ৬৩ ভোট , লাইন সম্পাদক পদে আশান ড্র.াইভার পেয়েছেন ৮৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ নাজির হোসেন কাবা (মোটর সাইকেল) পেয়েছেন ৫৪ ভোট কার্যকারী সদস্য শাহজান ড্রাইভার ৭৩ ভোট, মোঃ মিঠু পেয়েছেন ৬৫ ভোট, এবং মাসুদ ড্রাইভার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচনে মঙ্গল ও ছামছারুল এবং কালু ও হাবিল প্যানেলে ১১ জন করে মোট ২২ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। মোট ২০৭ ভোটের মধ্যে ১৬৬জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করে । জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত পালন করেন।
মেহেরপুর সংবাদ