নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ শনিবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গননা শেষে রাত তিনটার দিকে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়। এতে আহসান হাবীব সোনা (চেয়ার) ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী আবু বক্কর সিদ্দিকী ফকির (ছাতা) পেয়েছেন ৬৬৯ ভোট। সাধারন সম্পাদক পদে আব্দুল হান্নান (বাস) ১ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান (ডাব) পেয়েছেন ৯৬২ ভোট। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পর্যন্ত ভোট গ্রহন চলে। ২ হাজার ৬৮২ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২ হাজার ১৫২ জন। ১৪ টি পদের বিপরিতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।