আমাদের মেহেরপুর ডট কম ঃ
গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর ও আলমপুর গ্রামে গনসংযোগ করলেন জেলা বিএনপি নেতা ও কেনদ্রীয় জাতীয়তাবাদী তৃণমূল দলের সহ-সভাপতি কর্নেল (অবঃ) শামসুল ইসলাম শামস । তিনি এ সকল এলকার বিএনপি নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে বর্তমান সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। গণসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক আনছারুল হক , পৌর বিএনপি সম্পাদক আনোয়ারুল হক কালু ,জতীয়তাবাদী তরুন দলের জেলা আহবায়ক মিজানুর রহমান, আমঝুপি ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক লিটন ,শ্যামপুর গ্রামের সাবেক মেম্বর ফকির মুহাম্মদ ,লুৎফর মাষ্টার ,ডাঃ জবেদআলী , কিতাব আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ।