মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাডভোকেট মিয়জান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের ২৬নং ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, শুক্রবার মেহেরপুর জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে নাটোরে পিকনিক করতে যান । সেখানে খাওয়া দাওয়া শেষে বিকেল বেলায় হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন । সাথে সাথে তাকে স্থ্নীয় চিকিৎসকের নিকট নেওয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বতৃমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান ,এ্যাডভোকেট মিয়াজানের ্েস্ট্রাক হয়েছে । তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জ্ঞান না ফিরলে কিছ ুবলা যাবে না তবে তিনি আশংকামুক্ত নয়।