আমাদের মেহেরপুর ডট কম ঃ গতকাল মেহেরপুর শহরে জামায়াত শিবিরের হামলায় গণজাগরন মঞ্চ , শতাধিক দোকান ভাংচুরের ঘটনায় রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর শহরের পশু হাট পাড়া থেকে জামায়াতের পৌর আমির মাহবুব আলম ও একই পাড়ার জামায়াত কর্মী সবুরকে আটক করে। আটকৃতদের মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। সদর থানা ইনচার্য জানান আটকৃতদের আজ আদালতে পাঠানো হবে।