মেহেরপুর জেলা জাতীয় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা প্রতিনিধি সম্মেলন-

মেহেরপুর জেলা জাতীয় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা প্রতিনিধি সম্মেলন-

 বৃহস্পতিবার জেলা জামায়াতের নিজস্ব হলরুমে বেলা ৩ ঘটিকার সময় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিনিয়ার মোঃ মোসলেম উদ্দিন, সভাপতি জাতীয় মুক্তিযোদদ্ধা পরিষদ ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মোঃ ফজলুল হক, ভারপ্রাপ্ত সভাপOLYMPUS DIGITAL CAMERAতি, ঢাকা মহানগরী। প্রধান অতিথি বলেন- এই সরকার মুক্তিযোদ্ধাদের ডাসবিনে ডুবিয়ে ফেলেছে। কারণ হিসিবে তিনি বলেন গুটি কয়েক মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু গ্রাম গঞ্জথেকে যারা জীবন বাজিরেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো এই সরকার তাদের কোন মূল্যয়ন করেনি। তাদের দূর্দাশা কমেনি বরং বেড়েছে। আজও তারা দিনমুজুরর। আওয়ামীলীগ করলেই সে মুক্তিযোদ্ধা না করলেই রাজাকর। তিনি আরও বলেন এই সরকারের ব্যার্থতায় হলমার্ক, ডেসটিনি, পর্দা সেতু, শেয়ার বাজারের মতো অর্থনৈতিক কর্মান্ড পঙ্গু হয়ে গেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশের জনগন জবাব দিতে জানে, ৫সিটি কর্পোরেশনের পরাজইয় তা বরে দেয়।
উক্ত অনুষ্ঠাষ্ঠান পরিচালনা করেন জার্জিয হোসাইন।
মেহেরপুর সংবাদ