মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ নিয়ে মত বিরোধে—  আমঝুপি পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক সহ ১৩ জন খেলোয়াড়ের পদত্যাগ

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ নিয়ে মত বিরোধে— আমঝুপি পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক সহ ১৩ জন খেলোয়াড়ের পদত্যাগ

OLYMPUS DIGITAL CAMERAমেহেরপুর অফিসঃ আমঝুপি পাবলিক ক্লাবের প্রতিনিধি হিসাবে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থায় সদস্য পদে নাম প্রেরণ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের এক গুয়েমী সিন্ধান্তের কারনে ক্রীড়া সম্পাদক , সহ ক্রীড়া সম্পাদক , নির্বাহী সদস্য সহ ১৩ জন খেলোয়াড় এক যোগে পদত্যাগ করেছে। গতকাল রাতে ১০ টার দিকে পাবলিক ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমানের নিকট পদত্যাগকারীরা পদত্যাগ পত্র জমা দেন। তারা লিখিত অভিযোগে জানান, জেলা ত্রীড়া সং¯থার সদস্য পদে খেলোয়াড়দের মধ্যে থেকে এক জন প্রতিনিধির নাম নির্বাচিত করে ক্লাব কর্তৃপক্ষের নিকট জমা দিলে ক্লাব কর্তৃপক্ষ মৌখিক সম্মতি দেয়। পরবর্তিতে আমঝুপি পাবলিক ক্লাবের সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান নিজ উদ্যোগে ক্লাবের সিনিয়র সদস্যদের নিয়ে ক্রীড়া সম্পাদক , সহ ক্রীড়া সম্পাদক ও খেলোয়াড়দের মতামতকে উপেক্ষা করে জোর পূর্বক নিজ নাম প্রেরণের অনুরোধ করে। পদত্যাগ কারীদের দাবী তিনি একজন সাংস্কৃতিক কর্মী ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, সহ ২৮ টি সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন। তিনি ইনডোর্স গেমে ব্রিজ খেলায় ভাল পারদর্শী হলেও আউটডোর গেমে তার কোন অভিজ্ঞতা নেই। তার পরও তিনি এই পদে মনোয়ন পাওয়ার জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন। আমঝুপি পাবলিক ক্লাবের ক্রীাড়া সম্পাদক আসাদুজ্জামান লিটন ও খেলোয়াড়ররা জানান , যে প্রতিষ্ঠানে আমাদের মতামতের কোন মূল্যায়ন নেই সে প্রতিষ্ঠানের কর্মকান্ডের সাথে আমাদের জড়িত থাকার কোন যৌক্তিকতা নেই । তাই আমরা পদত্যাগ করতে বাধ্য হয়েছি। ৬৩ বছরের ঐতিহ্যিবাহী আমঝুপি পাবলিক ক্লাবের সাংস্কিৃতিক সহ সকল কর্মকান্ড একেবারেই ঝিমিয়ে পড়েছে। চালু আছে শুধু তাস খেলার সাংস্কৃতি চর্চা । আর তখনই আমঝুপি পাবলিক ক্লাবের ঝিমিয়ে পড়া ক্রীড়াকে তরুণ ক্রীড়া সম্পাদক সহ সকল খেলোয়ড়ারা যখন সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখন ক্লাবের সহ সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের স্বেচ্ছাচারিতার কারনে আবারও পিছিয়ে পড়ল । এই ক্লাবের কিছু কর্মকর্তার উদাসীনতার কারনে ফুটটবল ,ভলিবল, ক্রিকেট সহ সকল খেলার খেলোয়াড়দের সমন্বয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠার পথ রুদ্ধ হতে চলেছে । ক্লাবের লাইব্রেরীতে প্রচুর বই থাকলেও পরিবেশের কারনে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী ও সাধারণ পাঠকেরা লাইব্রেরীতে বসে না।
পদত্যাগের বিষয়ে সভাপতির সাথে মোবইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। ক্লাবের বর্তমান কর্মকান্ডে সাধারণ জণগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
মেহেরপুর সংবাদ