মেহেরপুর জেলা কারাগরে হচ্ছো টা কি ?

মেহেরপুর জেলা কারাগরে হচ্ছো টা কি ?

gagni mapফারুক আহম্দে,আমাদের মেহেরপুর ডট কম ঃ সিলভার কার্প কে ইলিশ মাছ,এ্যাংকারের ডাল কে মসুরীর ডাল, মহিষের মাংশ কে ছাগলের মাংশ বলে জেলা কারাগারে আটক বন্দীদের খাদ্য পরিবেশন করছে জেলার মাহবুব কবির। যে কোন খাদ্য ঠিকাদারের পরিবেশন করা কথা থাকলেও সে টি আছে কাগজে কলমে। খাদ্য ভেজাল করার বিষয়ে বন্দীদের মাঝে জানা জানি হলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারাগারে আটক কয়েকজন হাজতী আসামী জানিয়েছে,মেহেরপুর জেলা কারাগারে যোগদানের পূর্বে ভোলা কারাগারে জেলারের দ্বায়িত্ব পালনের সময় দূর্নীতির দায়ে ষ্টান্ড রিলিজ হয়। এবং ষ্টাফদের তাড়া খেয়ে দৌড়ে পালিয়ে শেষ রক্ষা হয়। মেহেরপুরে যোগদানের পর থেকে ষ্টার্ফদের পূর্বের ন্যায় আবোরো অমানবিক আচরন শুরু করেছে। আর অর্থ না পেয়ে কারাগারে আটক আসামীদের সাথে দুর্ব্যাবহার করে আসছে। কয়েকজন আসামীদের কাছে অনৈতিক সুবিধা নিয়ে বিলাসী জিবন যাপন করতে সহযোগিতা করছে। আসামীদের স্বজনদের সাথে সাক্ষাত করে দেওয়ার নামে জোর পূর্বক হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সম্প্রতি সময়ে কয়েকটি পত্র পত্রিকায় জেলার মাহবুব কবিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে তিনি বলেন রাষ্ট্রপতি আমার মামা হয়। লেখালেখি করলে আমার কিছু হবেনা। এদিকে ষ্টাফদের জিম্মি করে জেলা কারাগারের মধ্যে মাদকের রমরমা ব্যবস্য ভাবে চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই বদলী ও রেশম আটকে রাখার হুমকি দেয় বলে কয়েক জন ষ্টাফ জানিয়েছেন। অপরদিকে জেলা কারাগারে মাদক মামলায় আটক মেহেরপুর শহরের আলী হোসেন ষ্ট্রোক করেছে এমন সংবাদ জেলার মাহবুব কবির কে বারবার বলা সত্বেও হাসপাতালে ভর্তি করতে দেরী হওয়ায় সে মারা যায়। জেলারের অবহেলার কারনে সে মারা গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।এছাড়া জেল সুপারের সাথে ষ্টার্ফদের ভালো সম্পর্ক থাকার বিষয় টি মেনে নিতে না পারায় অজ্ঞাত ক্ষমতার দাপটে জেল সুপারকেও জিম্মি করে রেখেছে বলে গুঞ্জন উঠেছে। এব্যাপারে জেলার মাহবুব কবিরের বক্তব্য নেওয়ার জন্য সাথে টেলিফোনে যোগায়োগ করে তাকে পাওয়া যায়নী।

মেহেরপুর সংবাদ