মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তব্যরত দুইজন নার্সকে পিটিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অনির্দষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করছে। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১ টার দিকে মারা যান। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে । এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক ও নার্স কর্মবিরতী শুরু করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডাঃ তাপস কুমার সরকার জানান,দোষীদের গ্রেফতার পুর্বক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে । খবর পেয়ে বিপূল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। রোগীর স্বজনসহ স্থানীয় লোকজন হাসপাতাল গেটে অবস্থান করছে। জেলা প্রশাসক দেলোওয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী ও পুলিশ সুপার মোজাফর হোসেন ঘটান স্থল পরিদর্শন করেছেন। রুগীর স্ত্রী মাজেদা খাতুন ও স্বজনেরা জানান, হাসাপাতালের কর্তব্যরত সেবীকাদের অবহেলার কারণে রুগীর মৃত্যু হয়েছে। দীর্ঘ্য ক্ষণ আগে এসেও ডাক্তার ও নার্সদের বার বার বলার পরেও রোগীকে দেখেনী। তাদের অবহেলার কারনেই আমাদের রোগীর মৃত্যু হয়েছে।