জামায়াতে ইসলামীর সাবেক আমির, অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে মানোবতাবিরোধী অপরাধের রায়ের প্রতিবাদে আজ সোমবারের হরতালকে সফল করতে সকাল ৬ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা প্রধান সড়কের দিনদত্ত ব্রিজ, রাজনগর ও বারাদিতে গাছের গুড়ি ফেলে সড়ক অবোধ করে , রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরায়, ও কয়েকটি গাড়ি ভাংচুর করে জামায়াত -শিবির কর্মীরা। এতে প্রায় ১ ঘন্টা মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থি হয়ে জামায়াত শিবির কর্মীদের ধাওয়া করে ছত্র ভঙ্গ করে ও রাস্তায় পড়ে থাকা গাছের গুড়ি সরিয়ে দিলে যানচলাচলে স্বাভাবিক হয়।