মেহেরপুর গংনী উপজেলা ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ফজর আলীর ছেলে শুকনাল(৪৪) কে অস্ত্রও গুলি সহ আটক করেছে গাংনী র্যব ক্যাম্প -৬ । আটক করার সময় তার কাছে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
গাংনী র্যব ক্যাম্প -৬ কমান্ডার এ এস পি কামরুল হাসান সাংবাদিকদের বলেন গোপন সুত্র মতে মঙ্গলবার সন্ধায় র্যাব অভিযান চালিয়ে গাংনী উপজেলা চাঁদপুর গ্রামে শুকনালকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি সহ আটক করা হয় । আটক শুকনালের বিরুদ্ধে কয়েকটি থানায় সন্ত্রাসী ,চাঁদাবাজি ও অস্ত্র মামলা ,অভিযোগ রয়েছে ।
মঙ্গলবার রাতে ৮-৩০ মিঃ এর সময় গাংনী র্যব ক্যাম্প -৬ গাংনী থানায় সোপর্দ করে । আজ বুধবার গাংনী থানা পুলিশ সকাল ১০ টার সময় শুকনালকে কোর্টে হাজির করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।