মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষে বিরুদ্ধে এক কৃষকের জমি ভূয়া নাম জারি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী মনছুর আলী জানান, হাড়াভাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে ১২৮৪ নং দাগে ৪ শতক জমি দান করা হয়। কিন্তুু বিদ্যালয় কর্তৃপক্ষ একই দাগে থাকা ১৪ শতক জমি ০৫.০৩.২০০৬ তারিখে ভূয়া ভাবে নাম জারি করে দখল করেছে। একই দাগ থেকে শরিক রমজান আলীর ছেলেদের কাছ থেকে ২১.০১.২০০৪ সালে জনৈক্য আকসেদ আলী সোয়া ৬ শতক জমি ক্রয় করে। আকসেদ আরীর ক্রয় কৃত সোয়া ৬ শতক জমি ০২.০৭.২০০৯ সালে নাসিমা নামের এক মহিলার কাছে বিক্রি করে। এখন নাসিমা ক্রয়কৃত জমির নামজারি করতে না পেরে গাংনী ভূমি অফিসে অভিযোগ দাখিল করেছে।
১২৮৪ দাগে ৪ শতক জমি দান সত্ত নিয়ে ১৪ শতক জমি কিভাবে নামজারি করলেন এমন প্রশ্নে জবাবে প্রধান শিক্ষক ইদ্রীস হোসেন টুকুল জানান,৭৫০ টাকা ও জমির দলিলের ফটোকপি কাজিপুর ভূমি অফিসে নামজারি করতে দিলে তৎকালিন সময়ের তহসিলদার নাম জারি করে দেয়। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননী।