মেহেরপুর গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে ট্রাকে আগুন দিয়েছে দুর্বত্তরা। কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী কাঠ বোঝাই একটি ট্রাকে (যশোর ট-১১-২৩১৮) গাংনীর শুকুরকান্দীতে পৌছালে তাতে আগুন লাগয়ে দেয় দুর্বত্তরা । শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাইতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ততক্ষনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। হরতালে আতংক সৃষ্টির জন্য দৃর্বত্তরা ট্রাকে আগুন দিয়েছে বলে ধারনা করছে পুলিশ।