মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তিনটি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হয় এদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুর্ব বিরোধের জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এখ পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটে। বোমা নিক্ষেপের ব্যাপারে দু’পক্ষ একে অপরকে দায়ি করেছেন। আওয়ামী লীগ পক্ষের উত্তেজিত লোকজন বিএনপি সমর্থক পল্টু মিয়ার গার্মেন্টস, লিয়াকত আলীর চায়ের দোকান, হাম্মান আলী ও হাফিজুল ইসলামের বাড়িতে ভাংচুর চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের তিনজন আহত হয়। এদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই গ্রামটিতে প্রায়ই বিবাদমান দু’টি পক্ষের মধ্যে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।