আমাদের মেহেরপুর ডট কম মেহেরপুর-কাথুলি সড়কে ট্রাক চাপায় অজ্ঞাতনামা এ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঐ সড়কের পাথরভাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহতের মাথা ও মুখ থেঁতলে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে মেহেরপুর-কাথুলি সড়কে পাথরভাঙ্গা নামক স্থানে ৩০-৩৫ বছর বয়সের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ভোর রাতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। মেহেরপুর সদর থানার এএসআই আবু সায়েম জানিয়েছেন, নিহতের মাথা ও মুখ মন্ডল বিকৃত হয়ে গেছে। যার কারণে পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেয়া হয়েছে।