মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থিদের পরীক্ষা বর্জন

মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থিদের পরীক্ষা বর্জন

uvs130929-003 (11)শিক্ষা শেষে চাকুরির পদমর্যাদা সহ ২ দফা দাবি আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। রবিবার বেলা ৯ টার সময় মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে কারিগরি বোর্ডের অধীনে দ্বিতীয় ও চতুর্থ সেমিষ্টারের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ফজলুল হক জানান, রবিবার দ্বিতীয় ও চতুর্থ সেমিষ্টারের ১৭০ জন পরীক্ষার্থীর পর্ব সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। পরীক্ষার সমস্ত প্রস্তুুতি শেষ করার পরও কোন পরীক্ষার্থী কেন্দ্রে না আসায় সকলকে অনুপস্থিত দেখিয়ে বোর্ডে তথ্য পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, পরীক্ষার সকল প্র¯ু‘তি থাকা সত্ত্বেও কোন পরীক্ষার্থী পরীক্ষা দিতে না আসায় কেন্দ্র সচিবকে বাংলাদেশ সরকার ও কারিগরি বোর্ড কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক ব্যাবস্থা নিতে বলা হয়েছে।
মেহেরপুর সংবাদ