আমাদের মেহেরপুর ডট কম ঃ মসজিদের পবিত্রতা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে মেহেরপুরে ওলামা মাশয়েখ সমাবেশ ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর বারটার দিকে ইসলামিক ফাইন্ডেশন মেহেরপুর কার্যালয়ে অনুষ্ঠানে সদর উপজেলার মসজিদের ঈমামবৃন্দ সম্মেলনে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক একেএম শাহীন কবির। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গাংনী ও মুজিবনগর উপজেলায় একই কর্মসুচীর আয়োজন করা হয় বলে ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানিয়েছে।