মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গাড়াডোব সড়কে আলগামন উল্টে ১০ জন আহত হয়েছে। জানা গেছে, আজ রবিবার সকাল ৯টার সময় সদর উপজেলার আমঝুপি গাড়াডোব সড়কের উত্তর পাড়া নামক স্থানে গাংনী উপজেলার সাহারবাটি থেকে ছেড়ে আসা রাস্তার শ্রমিক ভর্তি একটি আলগামন বিরীত দিক থেকে আসা একটি নছিমনকে সাইড দিতে গেলে আলগামন চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ৫ফুট নিচে পুকুরে পানিতে পড়ে যায়। এতে আলগামনে থাকা সকল শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দূর্ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধাার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন সাহারবাটি গ্রামের রেজাউল(৫৬),বকুল (৫৫), ইনতাজ (৬০), মুসা (৬৫) হোসন (৫৪) সানোয়ারা (৪০) মুর্শিদা (৩৮) শিশু মতিউর (৪), আফতাব (২৮) ও আড়পাড়া গ্রামের রেহেনা (৩৫) । আহতদের মধ্যে মুসা, হোসেন ও আফতাবে‘র অবস্থা মারাত্মক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।