মেহেরপুর আমঝুপিতে উইনরক ও শিসউক“র কর্মকর্তাদের বাউকুল প্রকল্প পরিদর্শন ।

আমদের মেহেরপুর ডট কম ,

গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সারভাইর্ভাস ভয়েজ এর যৌথ উদ্যোগে চাষকৃত বাউকুল বারী-২ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন উইনরক ইন্টারন্যাশনাল এর শ্রী দীপ্তা ও মোঃ বাবুল ইসলাম এবং শিক্ষা স্বাস্থ্যা উন্নয়ন কার্যক্রম (শিসউক)“র মোঃ রফিকুল ইসলাম খাঁন, মোঃ ফিরোজ হোসেন, আজমল হোসেন। এ সময পরিদর্শকরা বাউকুল চাষীদের সাথে বাউকুল চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং বাউকুল চাষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় চাষীদের সমন্ময়ে ১২ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয় । কমিটির সভাপতি -আশরাফ আলী, সহসভাপতি-আব্দুর রহিম,সাধারণ সম্পাদক- মাসুদ রানা, ক্যাশিয়ার-আতিয়ার রহমান । উল্লেখ্য ৪ বিঘা জমি নিয়ে বাউকুল বারী-২ প্রজেক্ট গড়ে তোলা হয়।

মেহেরপুর সংবাদ