মেহেরপুর প্রতিনিধি (০৮/১১/১৫) ঃ
“সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯ টার দিকে জেলা সমবায় অফিস চত্বর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষে হয়। জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা সমবায় অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা র্যালিতে অংশ নেয়। পরে সেখানে সংসদ সদস্য ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন।
মেহেরপুর সংবাদ