মেহেরপুরে ২ দিন ব্যাপি বার্ড ফ্লু নিয়ন্ত্রন শীর্ষক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা-

মেহেরপুরে ২ দিন ব্যাপি বার্ড ফ্লু নিয়ন্ত্রন শীর্ষক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা-

OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কমঃ

সকাল ১০ টায়  মেহেরপুর  পৌরসভার মুরগী খামারীদের নিয়ে ”বার্ড ফ্লু নিয়ন্ত্রন শীর্ষক জনসচেতনতা মূলক মতবিনিময় সভার ” আয়োজন করে জেলা প্রাণি সম্পদ বিভাগ, মেহেরপুর। জেলা প্রাণি সম্পদ অফিসার, ডাঃ শ্বশাঙ্ক কুমার মন্ডলের সভাপতি্েত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ  আব্দুস শহিদ- সিভিল সার্জন, মেহেরপুর, বিশেষ অতিথি ছিলেন -ডাঃ প্রহ্রদ কুমার মন্ডলে, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার। স্বাগত বক্ত্যব্য রাখেন-মেহেরপুর পোল্ট্রি ফার্ম এসোসিয়েসনের সভাপতি আমিনুল ইসলাম খোকন। আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহিনুর রহমান রিটন , সাইফুল ইসলাম শাহিন ,নাসির সহ ৬০ জন মুরগী খামারী এ কর্মংশালায় অংশগ্রহণ করে। বার্ড ফ্লু নিয়ন্ত্রণে মুরগী খামারীদের গ্রামে গঞ্জে সাধারন মানুষকে সচেতন ণ করার জন্য খামারীদের পরামর্শ  দেন ডাঃ শ্বশাঙ্ক কুমার মন্ডল । সার্বিক অনুষ্ঠান তত্বাবধানে ও অনুষ্ঠান পরিজালনা করেন  ডাঃ কিশোর কুমার কুন্ডু -ভেটেনারী সার্জন ,জেলা প্রাণি সম্পদ বিভাগ ,মেহেরপুর।

মেহেরপুর সংবাদ