মেহেরপুরে অসংবিধানিকভাবে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে ও নির্দলীয় সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। রবিবার সকাল ১০টার সময় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার কোমরপুর হাইস্কুল প্রাঙ্গনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জামায়াতের মুজিবনগর উপজেলা আমীর মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন সহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ গ্রহন করেন।