এম জাহিদ ঃ মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের রবিারের খেলায় একতা সংঘ ক্রিড়া চক্র যাদবপুর তরুণ সংঘকে পরাজিত করে। ।
খেলার প্রথমার্ধে একতা ক্রিড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে আরিফ সর্ব্বোচ ৩৮ রান সংগ্রহ করে। বিরতীর পর ২১০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে যাদবপুর তরুন সংঘ ২৫ ওভার ৪ বলে সব উইকেট ১৭৫ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে কমল সর্বোচ্চ ৪ ২ রান করে সংগ্রহ করে। বিজয়ী দলে রাজু ৩০ রান ও ৩ উইকেট সংগ্রহ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়